back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

নানারবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সাইরাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো একই ইউনিয়নের সুখছড়ি কামার দীঘিপাড়স্থ নতুনপাড়ার প্রবাসী হাসান পারভেজের মেয়ে ফারিহা জান্নাত তানজুম (৮) ও মো. তানজমুল হোসেন রাফি (৭)। তারা দুজনই স্থানীয় নূরানি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, গত বুধবার ঈদের ছুটিতে মা তাসলিমা আক্তারের সঙ্গে সাইরাপাড়া নানার বাড়িতে বেড়াতে যায় দুই ভাই-বোন। দুপুরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় শিশু তানজুম ও রাফি। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে তল্লাশি করে পানিতে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কাউসার সোলতানা জানান, পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত